দেশ ও মানবের কল্যাণে প্রয়োজন যোগ্য নেতৃত্ব -জাহাঙ্গীর - JONOPRIO24

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

দেশ ও মানবের কল্যাণে প্রয়োজন যোগ্য নেতৃত্ব -জাহাঙ্গীর

মোঃ কামরুজ্জামান, ফ্রান্স প্রতিনিধি : বাংলাদেশের মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিবারেল হিউম্যান রাইটস এন্ড সোস্যাল এফেয়ার্স ফাউন্ডেশন, এর উপদেষ্টা এবং ফ্রান্স ইউনিট এর সভাপতি জাহাঙ্গীর হোসেন দেশ ও মানবের কল্যাণে যোগ্য  নেতৃত্বের  প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ এবং তাদের গুণাবলী কি রকম হলে দেশ ও সমাজ উপকৃত হবে এ প্রসঙ্গে যুক্তি উপস্থাপন করে  বিবৃতি দিয়েছেন । পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হল-একটি শুদ্ধ বাক্য তৈরির জন্য অপরিহার্য Auxiliary Verbs বা সাহায্যকারী ক্রিয়া এর সঠিক জায়গায় সঠিক প্রয়োগ আর এই প্রয়োগ যদি সঠিক জায়গায় সঠিকভাবে না হয় তাহলে একটি বাক্য তার সঠিক অর্থ উপস্থাপন বা সঠিক ভাব প্রকাশ করেনা তেমনি একটি জাতি , দেশ কিংবা সমাজের সঠিক অবস্থানের জন্য প্রয়োজন মানুষ রূপী পরজীবি অক্সিলিয়ারী ভার্বস বা সাহায্যকারী ক্রিয়া গুলোর সঠিক অবস্থান এই স্বার্থপর পরজীবি মানুষগুলো যখন জাতি ,দেশ সমাজের স্বার্থে সঠিক জায়গায় অবস্থান না নে, তখনই সৃষ্টি হয় সামাজিক বৈষম্য কিংবা সামাজিক দুর্যোগ জাতি ,দেশ এবং সমাজের সবচেয়ে ক্ষতির কারণ কিংবা ধ্বংসের মূল আমাদের সমাজের এই স্বার্থপর পরজীবি অক্সিলিয়ারী ভার্বস বা সাহায্যকারী ক্রিয়া গুলো একটি  বাক্য শুদ্ধ কিংবা অশুদ্ধ তা বুঝা কিংবা সংশোধন করার জন্য যেমন প্রয়োজন একজন সুশিক্ষিত লোকের, তেমনি জাতি, দেশ সমাজের পরজীবি অক্সিলিয়ারী ভার্বস বা সাহায্যকারী ক্রিয়া গুলোকে সঠিক জায়গায় সঠিক সময়ে ব্যবহারের জন্য প্রয়োজন সুশিক্ষিত সমাজপতি বা নেতা নেত্রী একজন সমাজপতি যখন সমাজবিরোধী কিংবা দেশ বিরোধী কোন সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন আমাদের সমাজের স্বার্থপর মানুষরূপী  পরজীবি অক্সিলিয়ারী ভার্বস বা সাহায্যকারী ক্রিয়া  গুলো  নির্দ্বিধায় অন্ধভাবে সমর্থন দিয়ে, জাতি দেশ তথা সমাজের অফুরন্ত ক্ষতি সাধন করে থাকে ।   অতএব, জাতি দেশ সমাজ বিশাল ক্ষতি থেকে রক্ষা পেতে হলে, সর্বদাই এই স্বার্থপর পরজীবি অক্সিলিয়ারী ভার্বস বা সাহায্যকারী ক্রিয়া গুলোর দিকে নজর রাখতে হবে যেন যখন তখন যেখানে সেখানে ব্যবহার হয়ে জাতি দেশ এবং সমাজের অফুরন্ত ক্ষতি সাধন করতে না পারে আমরা জানি ব্যক্টিরিয়া একটি মারাত্মক জীবাণু, তার মধ্যেও কিন্তু এমন কিছু উপকরণ আছে যাহা মানুষের কল্যাণে ব্যবহৃত হয় আমাদের ভিতর যে ব্যক্টিরিয়া মানব কল্যাণে ব্যবহৃত হয় তাকে জাগ্রত করতে হবে অন্যদের ভিতর জাগ্রত করার চেষ্টা করতে হবে তাহলেই হয়তো জাতির মুমূর্ষু সামাজিক অবস্থার আবার জীবন ফিরে পাবে মানুষের মধ্যে ফিরে আসবে মনুষ্যত্ব বোধ ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here