ফ্রেন্চ -বাংলা স্কুলের স্বাধীনতা দিবস উদ্‌যাপন - JONOPRIO24

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

ফ্রেন্চ -বাংলা স্কুলের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

আব্দুল করিম,ফ্রান্স : প্যারিসে ফ্রেন্চ- বাংলা স্কুলের উদ্যোগে বাংলাদেশের ৪৫তম মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের

পৃষ্ঠপোষকতায় ২রা এপ্রিল শনিবার বিকেলে প্যারিসের লা কর্ণভ মেরির হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া। পরিষদের যুগ্ম সম্পাদক আমিন খান হাজারীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক বক্তৃতা করেন ফ্রান্সে

নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের হেড অব চ্যান্সরী হজরত আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লারাকের প্রেসিডেন্ট জেক লো সার্জ,জেনারেল সেক্রেটারি জো মুলা, লা কর্ণভের এসিস্টেন্ট মেয়র আঞ্জুমান সাইদ,মুক্তিযোদ্ধা তসলিম হেলাল,প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির ,সাধারন সম্পাদক এনায়েত হোসেন সোহেল। বক্তব্য রাখেন,সুমন বড়ুয়া লিটন,শরিফ আহমদ সৈকত,হুমায়ুন কবির,মিয়া ফাতেমা খাতুন,নজরুল হোসেন চৌধুরী,সালেহ আহমদ,তপন দাস। বক্তারা প্রবাসী ছেলেমেয়েদের সামনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন,আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেনো আমাদের শেকড়ের ইতিহাস ভুলে গেলে চলবে না। সবাইকে সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তবে সত্যিকারের বাংলাদেশি হিসেবে গর্ববোধ করা যাবে। পরে ফ্রেন্চ -বাংলা স্কুলের শিক্ষিকা রানী তাহেরের পরিচালনায় স্কুলের শিক্ষার্থী ও প্যারিসের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।এতে কবিতা,ছড়া,গল্প, গান পরিবেশন করেন প্রিয়তি,রিদিতা,আনুশকা,ফারিহা,লিমা,লিংকন,নিবির,নিপশি,পার্থিব,বিজন,সুর্য,সৌরভ,তিশা,অমিতা,আইশা,আজরিন,আবিদ,আদনান,অনিশ,মেহরাজ,হাসিব, সাইফুল ইসলাম,সুমা দাস,আতাউর রহমান বেনু,শম্পা বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন,হাসনা জাহান,ফাতেমা খাতুন,জোবায়দা খান,সায়েদা আক্তার,হামিদ ভুইঞা,তপন,শিপন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here