স্পেনে মৃতের সংখ্যা কমছে - JONOPRIO24

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১০ মে, ২০২০

স্পেনে মৃতের সংখ্যা কমছে


জনপ্রিয় অনলাইন : স্পেনে করোনাভাইরাসে দৈনিক মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃতের সংখ্যা ১৪৩। আগের  দিন এ সংখ্যা ছিল ১৭৯। 
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  প্রতিবেদনে বলা হয়, রবিবার মৃতের সংখ্যা গত মার্চের মাঝামাঝি সময় থেকে শুরু করে এ পর্যন্ত সবচেয়ে কম।  যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, স্পেনে এ পর্যন্ত মোট দুই লাখ ২৩ হাজার ৫৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬ হাজার ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here